সঠিক উত্তর হচ্ছে: তৎপুরুষ সমাস
ব্যাখ্যা:
পূর্বপদের বিভক্তির লোপ হয়ে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে।
যেমন- বিপদাপন্ন, মনগড়া, বিদ্যাহীন, বিয়েপাগলা, বিলাতফেরত, স্কুলপালানো, রাজপুত্র, খেয়াঘাট ইত্যাদি৷
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি