সঠিক উত্তর হচ্ছে: সুইজারল্যান্ড
ব্যাখ্যা: টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্কের (এসডিএসএন) নতুন এক জরিপের ফল অনুযায়ী সুইজারল্যান্ড বিশ্বের সবচেয়ে সুখী দেশ।ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০১৫ অনুযায়ী বিশ্বের সবচেয়ে সুখী দেশ সুইজারল্যান্ড । ১৫৮টি দেশের ওই তালিকায় সুইজারল্যান্ডের পর রয়েছে যথাক্রমে আইসল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে ও কানাডা। \nজরিপ অনুযায়ী, সবচেয়ে কম সুখী দেশগুলোর তালিকায় শীর্ষে রয়েছে আফ্রিকার টোগো। এরপর যথাক্রমে বুরুন্ডি, সিরিয়া, বেনিন এবং রুয়ান্ডার অবস্থান। সিরিয়া ছাড়া প্রথম পাঁচের এই দেশগুলোও আফ্রিকার। জাতিসংঘের উদ্যোগে এসডিএসএন গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘’ প্রকাশ করে।\nসুখী দেশের তালিকায় দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৯। ভারত ১১৭ এবং পাকিস্তান ৮১তম স্থানে রয়েছে।\n‘গ্যালাপ ওয়ার্ল্ড পোল’ জরিপের তথ্য-উপাত্ত এবং মাথাপিছু আয়, দীর্ঘায়ু, দুর্নীতির মাত্র