ব্যাখ্যা: ছা পোষে যে = ছাপোষা একটি উপপদ তৎপুরুষ সমাস। উপপদের সঙ্গে কৃদন্ত পদের যে - সমাস হয়, তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। যেমন - অগ্রগামী, বনবাসী, ধামাধরা, ছেলেধরা, জাদুকর ইত্যাদি৷ উৎসঃ ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।