সঠিক উত্তর হচ্ছে: চট্টগ্রামে ১৯৮৩ সালে
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাংলাদেশের প্রথম ইপিজেড ‘চট্টগ্রাম ইপিজেট’ ১৯৮৩ সালে চট্টগ্রামের হালিশহরে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের দ্বিতীয় ইপিজেড ‘ঢাকা ইপিজেড’ ঢাকার সাভারে ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের বর্তমানে সরকারি ইপিজেড-এর সংখ্যা ৮টি এবং বেসরকারি ইপিজেড ১টি। সর্বশেষ ইপিজেড হলো কর্ণফুলী ইপিজেড যা বেসরকারি। (সূত্র: বেপজা ওয়েবসাইট)