সঠিক উত্তর হচ্ছে: মোজাম্বিক
ব্যাখ্যা: কমনওয়েলথ মূলত ব্রিটেনের সাবেক উপনিবেশিক দেশগুলোর জোট হলেও এতে ব্রিটিশ শাসনের অধীন না হয়েও মোজাম্বিক ও রুয়ান্ডা কমনওয়েলথের সদস্য। ১৯৪৯ সালে আধুনিক কমনওয়েলথের আত্মপ্রকাশ ঘটে ৷ কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা ৫৪টি। সদরদপ্তর লন্ডনের মার্লবোরো হাউজ। অস্ট্রেলিয়া, পাকিস্তান এবং কানাডা ব্রিটেনের সাবেক উপনিবেশ এবং কমনওয়েলথ সদস্য।
(সূত্রঃ কমনওয়েলথ ওয়েবসাইট)