সঠিক উত্তর হচ্ছে: অনন্বয়ী অব্যয়
ব্যাখ্যা: আমি আজ আলবত যাবো, এখানে আলবত শব্দটি অনন্বয়ী অব্যয় এর উদাহরণ। অনন্বয়ী অব্যয়ের অন্যান্য উদাহরণ এর মধ্যে রয়েছে- মরি মরি কী সুন্দর প্রভারের রূপ, ছি ছি তুমি এত নীচ, কী আপদ লোকটা যে পিছু ছাড়েনা ইত্যাদি [তথ্যসূত্রঃ দৈনিক পত্রিকা শিক্ষা পাতা]