ব্যাখ্যা: বাংলা নাট্য-সাহিত্যের অন্যতম দিকপাল মুনীর চৌধুরী রচিত \'মীর মানস\' একটি প্রবন্ধ গ্রন্থ। ১৯৬৫ সালে \'মীর মানস\' গ্রন্থের জন্য তিনি দাউদ পুরস্কার লাভ করেন।\n\n[তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা,সৌমিত্র শেখর]
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।