সঠিক উত্তর হচ্ছে: ১৯১১ সালে
ব্যাখ্যা: বঙ্গভঙ্গ ও বঙ্গভঙ্গ রদ : ১৯০৫ সালের ১৯ জুলাই সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত মোতাবেক ১৯০৫ সালের ১৬ই অক্টোবর কার্যকর হয়। ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। বঙ্গভঙ্গের মাধ্যমে বাংলা ২টি ভাগে বিভক্ত হয়। ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ হয়। বঙ্গভঙ্গ রদের সময় ব্রিটেনের রাজা ছিলেন ৫ম জর্জ এবং ভাইসরয় ছিলেন লর্ড হার্ডিঞ্জ। ১৯১২ সালে রাজধানী কলকাতা করা হলেও ১৯১২ সালে দিল্লীতে হস্তান্তর করা হয় (পূর্ব + পশ্চিম বাংলা = বেঙ্গল প্রদেশ)।