সঠিক উত্তর হচ্ছে: নৈতিক শাসন
ব্যাখ্যা: সুশাসন হলো দক্ষ ও কার্যকরি শাসন। সুশাসনের জন্যে স্বচ্ছতা, জবাবদিহিতা, অংশগ্রহণ, মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা, নিরপেক্ষ ও স্বাধীন বিচার বিভাগ প্রভৃতি আবশ্যক।সুশাসনের ক্ষেত্রে নৈতিক শাসন বা সৃজনশীলতা আবশ্যক নয়।(সূত্র: উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন)