সঠিক উত্তর হচ্ছে: কোরিয়া যুদ্ধ
ব্যাখ্যা: যখন বৃহৎ দুই শক্তি পরস্পরের প্রতি সামরিক শত্রুতা স্বীকার না করে ভিন্ন ভূখন্ডে অন্য দুই পক্ষ অবলম্বনের মাধ্যমে যুদ্ধে জড়িয়ে যায়, সেটাকে ছায়া যুদ্ধ বলে। স্নায়ুযুদ্ধকালে পুঁজিবাদী পশ্চিমা শক্তি তথা যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়াকে মদদ ও সামরিক সমর্থন প্রদান করে এবং কমিউনিস্ট চীন এবং সোভিয়েত ইউনিয়ন উত্তর কোরিয়ার সামরিক সমর্থনে করে একটি ছায়া যুদ্ধ বা Proxy War এ পরিণত করে।