সঠিক উত্তর হচ্ছে: বরিশাল
ব্যাখ্যা: দক্ষিণ ভারতীয় লেখনী এবং আইন-ই-আকবরীর সাক্ষ্য হতে মনে হয়, চন্দ্রদ্বীপ অঞ্চলের অন্য নাম ছিল ‘বঙ্গালদেশ’। আইন-ই-আকবরী গ্রন্থের বাকলা সরকার (বর্তমান বরিশাল, পূর্বের বাখরগঞ্জ জেলা) এবং চন্দ্রদ্বীপ একই স্থান বলে স্বীকৃত। উৎসঃ বাংলাপিডিয়া।