নিচের অপশন গুলা দেখুন
- স্থা
- পঠ্
- বন্ধ্
- নাচ্
বাংলা মৌলিক ধাতুগুলো ৩ ধরনের।
যথা - বাংলা, সংস্কৃত ও বিদেশি ধাতু।
যে সকল ধাতু বা ক্রিয়ামূল সংস্কৃত থেকে সরাসরি আসেনি সেগুলোই বাংলা ধাতু।
- তুচ্ছার্থক বা তুই বলে নির্দেশ দিতে বাংলা ধাতু ব্যবহৃত হয়।
যেমন : কাট্, কাদ্, জান্, নাচ্ ইত্যাদি।
যে সকল ধাতু সরাসরি সংস্কৃত থেকে বাংলায় এসেছে, সেগুলোকে সংস্কৃত ধাতু বলে।
যেমন - অঙ্ক্, কথ্, কৃৎ, বন্ধ্, ক্রন্দ্, স্থা, পঠ্ ইত্যাদি।
উৎস: মাধ্যমিক বাংলা ব্যাকরণ ।