সঠিক উত্তর হচ্ছে: ৬৭৬ জন
ব্যাখ্যা: ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর পূর্বে নির্বাচিত সকল মুক্তিযোদ্ধার নামসহ মোট ৬৭৬ জন মুক্তিযোদ্ধাকে নিম্নোক্ত খেতাব প্রদান করা হয়:\n\nবীরশ্রেষ্ঠ - ৭ জন\n\nবীর উত্তম - ৬৮ জন\n\nবীর বিক্রম - ১৭৫ জন\n\nবীর প্রতীক - ৪২৬ জন\n\n১৯৯২ সালের ১৫ ডিসেম্বর জাতীয়ভাবে বীরত্বসূচক খেতাব প্রাপ্তদের পদক ও রিবন প্রদান করা হয়।\n\n২০০১ সালের ৭ মার্চ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের আর্থিক পুরস্কার এবং সনদপত্র প্রদান করা হয়।