সঠিক উত্তর হচ্ছে: চন্দ্র পৃথিবী অপেক্ষা ক্ষুদ্রতর
ব্যাখ্যা: বিশেষণ পদ যখন দুই বা ততোধিক বিশেষ্য পদের মধ্যে গুণ, অবস্থা, পরিমাণ প্রভৃতি বিষয়ে তুলনায় একের উৎকর্ষ বা অপকর্ষ বুঝিয়ে থাকে, তখন তাকে বিশেষণের অতিশায়ন বলে। গরুর \"থেকে\" ঘোড়ার দাম বেশি। বাঘের \"চেয়ে\" সিংহ বলবান।