সঠিক উত্তর হচ্ছে: গ্যাস প্রাকৃতিক সম্পদ, যা সীমিত
ব্যাখ্যা: পেট্রোবাংলার হিসাব অনুযায়ী, হবিগঞ্জ ফিল্ডের মোট উত্তোলনযোগ্য গ্যাসের মজুদ ২,৭৮৭ বিলিয়ন ঘনফুট (বিসিএফ)। ১৯৬৮ সালে এ ফিল্ড থেকে বাণিজ্যিকভাবে গ্যাস উৎপাদন শুরু করা হয় এবং মার্চ ৩১, ২০২২ পর্যন্ত মোট ২৬৩৩.১৪৮ বিলিয়ন কিউবিক ঘনফুট বা উত্তোলনযোগ্য মোট মজুদের শতকরা ৯৪.৪৮% গ্যাস উত্তোলন করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সাড়ে ৭ বছরের আগেই মজুদ ফুরিয়ে আসবে। \n[তথ্যসূত্রঃ দৈনিক পত্রিকা]