সঠিক উত্তর হচ্ছে: অবিনীত
ব্যাখ্যা: বিনীত অর্থ 1.বিনয়যুক্ত, বিনম্র (বিনীত অনুরোধ); 2 শান্ত; 3 সংযত (বিনীত আচরণ); 4 শিক্ষিত (\'বনের অবিনীত পশু\')। [সং. বি + √ নী + ত]।\nঅবিনীত অর্থ বিনীত বা বিনয়ী নয় এমন, নম্র নয় এমন; উদ্ধত; অশিষ্ট (অবিনীত আচরণ)। [সং. ন + বিনীত]।