সঠিক উত্তর হচ্ছে: সপ্তম
ব্যাখ্যা: বাংলাদেশের সংবিধানের তফসিল সমূহ বাংলাদেশের সংবিধানের ৭টি তফসিল –\n\nপ্রথম তফসিল – অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন।\n\nদ্বিতীয় তফসিল – রাষ্ট্রপতি নির্বাচন।\n\nতৃতীয় তফসিল - শপথ ঘোষণা।\n\nচতুর্থ তফসিল – ক্রান্তিকাল ও অস্থায়ী বিধানমালা।\n\nপঞ্চম তফসিল–১৯৭১সালের ৭মার্চ তারিখে ঢাকার রেসকোর্সময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণ।\n\nষষ্ঠ তফসিল - ১৯৭১সালের ২৫মার্চ মধ্যরাত শেষে অর্থাৎ ২৬মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক স্বাধীনতার ঘোষণা।\n\nসপ্তম তফসিল - ১০এপ্রিল ১৯৭১ এর মুজিব নগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র ।