ব্যাখ্যা: ১০ এর শূন্যের বাম দিকে আছে ১। মানে দশকের ঘরে আছে ১। এখন, দশকের ঘরে যে সংখ্যাটি থাকে তাঁর মূল মান বের করতে হলে তাঁর সাথে ১০ গুণ দেওয়া লাগে।\n\nসুতরাং, ১০ সংখ্যায় যে ১ আছে, তাঁর মূল মান তাঁর দশগুণ।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।