সঠিক উত্তর হচ্ছে: কানাহরি দত্ত
ব্যাখ্যা: মনসামঙ্গল কাব্যের আদি কবি কানাহরি দত্ত। কানাহরি দত্ত চতুর্দশ শতকের প্রথম দিকের কবি। তিনি পূর্ববঙ্গের অধিবাসী। বাংলা সাহিত্যে সুস্পষ্ট সন-তারিখ যুক্ত মনসামঙ্গল কাব্যের প্রথম রচয়িতা বিজয়গুপ্ত। তিনি প্রাচীন পুঁথি কবি। ধারণা করা হয়, তিনি পঞ্চদশ শতাব্দীর শেষভাগে জীবিত ছিলেন। তিনি বরিশালে জন্মগ্রহণ করেন। চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি মানিকদত্ত। মধ্যযুগে বাংলা সাহিত্যের কবি মালাধর বসু (গুণরাজ খান) শ্রীকৃষ্ণবিজয়\' কাব্যের রচয়িতা। উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।