সঠিক উত্তর হচ্ছে: দিগদর্শন
ব্যাখ্যা: বঙ্গভূমিতে প্রথম বাংলা ভাষায় প্রকাশিত সাময়িকপত্র হল \"দিগদর্শন\"। ১৮১৮ খ্রিস্টাব্দের এপ্রিল মাসে খ্রিষ্টান ধর্ম প্রচারক জোশুয়া মার্শম্যানের পুত্র জন ক্লার্ক মার্শম্যানের সম্পাদনায় \"দিগদর্শন\" পত্রিকা প্রকাশিত হয়। হুগলীর শ্রীরামপুর মিশনের উদ্যোগে শ্রীরামপুর থেকে প্রথম এই পত্রিকাটি প্রকাশিত হয়। এটি একটি মাসিক পত্রিকা।