সঠিক উত্তর হচ্ছে: সামাজিক
ব্যাখ্যা: সুশাসন সামাজিক বিজ্ঞান।\nসুশাসন হলো এক ধরনের শাসন প্রক্রিয়া যার মাধ্যমে ক্ষমতার সুষ্ঠু চর্চা হয়। এই শাসন প্রক্রিয়ায় জনগণ স্বাধীনভাবে অংশগ্রহণ করতে পারে, সরকারের নীতি ও কর্মকান্ড সম্পর্কে অবগত থাকে এবং নারী-পুরুষ স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারে। এটি স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত করে\n\n[তথ্যসূত্রঃ পৌরনীতিও সুশাসন ১ম পত্র,একাদশ শ্রেণী]