সঠিক উত্তর হচ্ছে: বারীন্দ্রকুমার ঘোষ
ব্যাখ্যা: কাজী নজরুল ইসলাম তাঁর অগ্নি-বীণা কাব্যগ্রন্থটি বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষকে উৎসর্গ করেন।
- অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা \'প্রলয়োল্লাস\'।
- কাব্যগ্রন্থটি ১৯২২ সালে প্রকাশিত হয়।
কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ-
- অগ্নিবীণা
- সাম্যবাদী
- ঝিঙে ফুল
- সিন্ধু হিন্দোল
- চক্রবাক
- নতুন চাঁদ
- মরুভাস্কর
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।