সঠিক উত্তর হচ্ছে: গাছের পাতা
ব্যাখ্যা: সূর্যের আলোয় পাতার পত্ররন্ধ্রগুলো খুলে যায়, যেকারণে দিনের বেলায় সর্বক্ষণ প্রস্বেদন হতে থাকে। আর উদ্ভিদদেহের অতিরিক্ত পানি প্রধানত পাতার (পত্ররন্ধ্রের) মাধ্যমে বাষ্পাকারে বের হয়ে যাওয়ার প্রক্রিয়ার নামই প্রস্বেদন। দিনের বেলায় সূর্যের আলোর উপস্থিতিতে প্রস্বেদনের হার অনেক বেড়ে যায়, অর্থাৎ পাতার চারপাশের বায়ু জলীয়বাষ্প দ্বারা সিক্ত হতে থাকে এবং জলীয়বাষ্পের তাপধারণ ক্ষমতা বেশি হওয়ায় তা চারপাশের পরিবেশ থেকে বেশি পরিমাণে তাপ গ্রহণ করে থাকে। এ কারণেই সূর্যের প্রখর আলোতেও গাছের পাতা গরম হয়ে যেতে পারে না। কেননা প্রস্বেদন প্রক্রিয়ায় নির্গত প্রচুর জলীয়বাষ্প সবসময়ই সেখান থেকে তাপ শোষণ করে নিচ্ছে।\n\n