সঠিক উত্তর হচ্ছে: SiAl
ব্যাখ্যা: ভূত্বকের শিলাস্তরগুলোকে দুই ভাগে ভাগ করা হয়। ১। মহাদেশীয় ভূত্বকের স্তরকে বলা হয় সিয়াল, (সিলিকল+এলুমিনিয়াম) (SiAl), সমুদ্র তলদেশের ভূত্বককে বলা হয় সিমা (সিলিকন+ ম্যাগনেশিয়াম) (SiMa)। কেন্দ্রমন্ডলের প্রধান দুটি উপাদান হলো নিকেল, আয়রন যা নিফে নামে পরিচিত (NiFe)। \n[সূত্রঃ মাধ্যমিক ভূগোল ও পরিবেশ]