সঠিক উত্তর হচ্ছে: ১৯৭২ খ্রিস্টাব্দে
ব্যাখ্যা: মণিপুরের স্বাধীনতা ঘোষণা __________________\r\n◆━━━━━━━▣✦▣━━━━━━━━◆ ?\r\n? ভারতের উত্তর-পূর্বাঞ্চলের একটি স্বাধীনতাকামী রাজ্য মণিপুর স্বাধীনতার ঘোষণা দেয়— ২৯ অক্টোবর, ২০১৯ খ্রিস্টাব্দ।\r\n\r\n? মণিপুর প্রবাসী সরকার গঠন— মণিপুরী নেতা ইয়ামবিন বিরেন ও নরেংবাম সমরজিৎ সংবাদ সম্মেলনে ‘প্রবাসী মণিপুর সরকার’ গঠনের ঘোষণা দেন। ঘোষণা করা হয়— লন্ডন থেকে।\r\n\r\n? প্রবাসী সরকারের নাম— ‘মণিপুর স্টেট কাউন্সিল’। \r\n\r\n? মণিপুর ভারতের রাজ্য হিসেবে স্বীকৃতি পায়— ১৯৭২ খ্রিস্টাব্দে। রাজধানী— ইম্ফল। \r\n\r\n? ভাষা— মণিপুরী, মেইতেই।\r\n◆━━━━━━━▣✦▣━━━━━━━━◆ ?