সঠিক উত্তর হচ্ছে: সৈয়দ সুলতান
ব্যাখ্যা: সৈয়দ সুলতান \'\'নবীবংশ\'\' রচনা করেন। এটিই তার সর্ববৃহৎ ও শ্রেষ্ঠ রচনা। আফজল আলী রচনা করেন নসিহৎনামা। শেখ ফয়জুল্লাহ রচনা করেন সত্যপীরবিজয়, গোরক্ষবিজয়, গাজীবিজয়, জয়নবের চৌতিশা প্রভৃতি। এছাড়াও সৈয়দ হামজা রচনা করেন হাতেম তাই\n [সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- সৌমিত্র শেখর।]