সঠিক উত্তর হচ্ছে: এফ. ডব্লিউ. পামফ্রে
ব্যাখ্যা: মূল্যবোধকে সংজ্ঞায়িত করতে গিয়ে এফ. ডব্লিউ. পামফ্রে বলেন, “মূল্যবোধ হলো ব্যক্তি বা সামাজিক দলের অভিপ্রেত ব্যবহারের সুবিন্যস্ত প্রকাশ”।সামাজিক মূল্যবোধ সম্পর্কে স্টুয়াট সি. ডড এর ভাষ্য হলো, “সামাজিক মূল্যবোধ হলো সে সব রীতিনীতির সমষ্টি যা ব্যক্তি সমাজের নিকট থেকে এবং সমাজ ব্যক্তির নিকট হতে লাভ করে।”[তথ্যসূত্রঃ পৌরনীতি ও সুশাসন ,প্রথমপত্র,একাদশ-দ্বাদশ শ্রেণী : মো. মোজাম্মেল হক]