নিচের অপশন গুলা দেখুন
- বাবা ছেলেকে বললেন যে, তোমার দীর্ঘয়ু হোক
- বাবা ছেলেকে বললেন, বাবা তুমি দীর্ঘজীবী হও
- বাবা ছেলেকে বললেন, ‘তুমি দীর্ঘজীবী হও’
- বাবা ছেলেকে বললেন যে, আমি তোমার দীর্ঘায়ু কামনা করি
- প্রত্যক্ষ উক্তিতে বক্তার বক্তব্যটুকু উদ্ধরণ চিহ্নের মধ্যে অন্তর্ভূক্ত থাকে।
- পরোক্ষ উক্তিতে উদ্ধরণ চিহ্ন লোপ পেয়ে সেখানে \'যে\' সংযোজক অব্যয়টি ব্যবহার করতে হয়।
এখানে,
পরোক্ষ উক্তি - ‘বাবা ছেলের দীর্ঘায়ু কামনা করলেন’।
প্রত্যক্ষ উক্ততি - বাবা ছেলেকে বললেন, ‘তুমি দীর্ঘজীবী হও’।
অর্থ্যাৎ, অপশন গ) সঠিক।