সঠিক উত্তর হচ্ছে: ধ্বনিতত্ত্ব
ব্যাখ্যা: ধ্বনিতত্ত্ব ধ্বনি, সন্ধি, ণ-ত্ব বিধি, ষ-ত্ব বিধি।
\nশব্দতত্ত্ব বা শব্দ, প্রত্যয়, উপসর্গ, বচন, লিঙ্গ, কারক, বিভক্তি, সমাস, বাচ্য, রূপতত্ত্ব পুরুষ, অনুসর্গ।
\nবাক্যতত্ত্ব বা বাক্যের গঠন প্রণালী, বাক্যের বিভিন্ন উপাদানের সংযোজন ও পদক্রম বিয়োজন, পদের রূপ পরিবর্তন, ছেদচিহ্ন।
\nঅর্থতত্ত্ব শব্দ ও বাক্যের অর্থ বিচার এবং অর্থের প্রকার।