সঠিক উত্তর হচ্ছে: সৈয়দ মুজতবা আলী
ব্যাখ্যা: বার্লিন প্রবাসী বাঙালী তরুণ ছাত্রদের নিয়ে রচিত ছোটগল্পগ্রন্থ \'চাচা কাহিনী\' রচনা করেন সৈয়দ মুজতবা আলী।তার রচিত বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে ভ্রমণকাহিনী দেশে-বিদেশে (১৯৪৯), জলে-ডাঙায় (১৯৬০); উপন্যাস অবিশ্বাস্য, শবনম; রম্যরচনা পঞ্চতন্ত্র উল্লেখযোগ্য। উৎসঃ বাংলাপিডিয়া।