সঠিক উত্তর হচ্ছে: গল্প
ব্যাখ্যা: শামসুদ্দীন আবুল কালাম রচিত গল্পগ্রন্থঃ অনেক দিনের আশা, ঢেউ, পথ জানা নাই, দুই হৃদয়ের তীর, পুঁই ডালিমের কাব্য প্রভৃতি। তার উপন্যাসঃ আলমগড়ের উপকথা, কাশবনের কন্যা (গ্রামীণ পটভূমি), জায়মঙ্গল (আঞ্চলিক উপন্যাস; পটভূমি - সুন্দরবন), সমুদ্র বাসর, কাঞ্চনগ্রাম ইত্যাদি। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।