সঠিক উত্তর হচ্ছে: মার্লবোরো হাউজ
ব্যাখ্যা: মার্লবরো হাউজ হলো সেন্ট্রাল লন্ডনের ওয়েস্ট মিনিস্টার নগরীতে অবস্থিত গ্রেড-ওয়ান তালিকাবূক্ত প্রাসাদ।বতর্মানে এটিতে কমনওয়েলথ সেক্রেটারিয়েট অবস্থিত।সারা চারচিলের (ডাচেস অব মাণর্বরো) জনা রানী আ্যানি এটা নির্মাণ করেছিলেন।এই ভবনটির স্থপতি হলেন ক্রিস্টোফার রেন এবং তার পুত (একই নামধারী)।এটা নিমির্ত হয় ১৭১১ সালে।নিমার্ণের পর একশত বছরের উপরে বাড়িটি ডিউক অব মালর্বরোর লন্ডনস্থ আবাসস্থল হিসেবে ব্যবহৃত হয।১৮৫৩ থেকে ১৮৬১ পর্যন্ত একে \'জাতীয় চারুকলা প্রশিক্ষণ স্কুল’ হিসেবে ব্যবহার করা হয়।পরবতীর্তে ১৯৩৬ সালের পর থেকে এটি কমনওয়েলথ সেক্রেটারিয়েট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।\n[তথ্যসূত্রঃ www.thecommonwealth.org]