সঠিক উত্তর হচ্ছে: মাতারবাড়ি সমুদ্রবন্দর
ব্যাখ্যা: এরপর নৌপরিবহন মন্ত্রণালয় \'মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্প\' নেয়, যা যৌথভাবে বাস্তবায়ন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং সড়ক ও জনপথ বিভাগ। চট্টগ্রাম বন্দরের আওতাধীন হওয়ায় নথিপত্রে এটিকে মাতারবাড়ী টার্মিনাল বলা হচ্ছে। কার্যত এটিই হবে বাংলাদেশের প্রথম গভীর সমুদ্রবন্দর।