সঠিক উত্তর হচ্ছে: ৩৫
ব্যাখ্যা: বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোন ব্যক্তিকে প্রেসিডেন্ট হতে হলে তাঁর বয়স কমপক্ষে হতে হবে ৩৫ বছর।\n\nবাংলাদেশ সংবিধানের ৪৮(৪) কোন ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচিত হইবার যোগ্য হইবেন না, যদি তিনি-\n(ক) পঁয়ত্রিশ বৎসরের কম বয়স্ক হন; অথবা\n(খ) সংসদ-সদস্য নির্বাচিত হইবার যোগ্য না হন; অথবা\n(গ) কখনও এই সংবিধানের অধীন অভিশংসন দ্বারা রাষ্ট্রপতির পদ হইতে অপসারিত হইয়া থাকেন।