নিচের অপশন গুলা দেখুন
- আগুনের পরশমনি
- শঙ্খনীল কারাগার
- নন্দিত নরকে
- জোছনা ও জননীর গল্প
- বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের প্রথম রচিত উপন্যাস - শঙ্খনীল কারাগার।
- তার প্রথম প্রকাশিত উপন্যাস - নন্দিত নরকে (১৯৭২)। শঙ্খনীল কারাগার প্রকাশিত হয় - ১৯৭৩ সালে।
উৎস: ‘বলবয়েন্ট’ - হুমায়ুন আহমেদের আত্মজীবনী।
কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস:
- আগুনের পরশমণি,
- অনিল বাগচীর একদিন,
- সূর্যের দিন, শ্যামল ছায়া,
- জোছনা ও জননীর গল্প,
- ১৯৭১ ইত্যাদি।
তাঁর রচিত অন্যান্য উপন্যাস:
- এই সব দিনরাত্রি,
- আমার আছে জল,
- নক্ষত্রের রাত,
- ফেরা,
- বহুব্রীহি,
- গৌরীপুর জংশন,
- শ্রাবণ মেঘের দিন,
- দুই দুয়ারী,
- কোথাও কেউ নেই,
- বৃষ্টি বিলাস,
- বাদশাহ নামদার,
- মেঘের ওপর বাড়ি ইত্যাদি।
উৎসঃ Live MCQ lecture ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।