সঠিক উত্তর হচ্ছে: হিব্রুদের
ব্যাখ্যা: ইসরায়েলের রাষ্ট্রভাষা হিব্রু।\n\nঐতিহাসিকভাবে হিব্রুকে ইস্রায়েলীয় জাতি ও তাদের পূর্বপুরুষদের ভাষা হিসেবে গণ্য করা হয়।\n\nযদিও তানাখে ভাষাটিকে হিব্রু নামে অবিহিত করা হয়নি।\n\nহিব্রু আফ্রো-এশীয় ভাষা-পরিবারের সেমিটীয় শাখার সদস্য। ভাষাটি একমাত্র কনানীয় ভাষা যা এখনও কথিত হয় এবং এটি কোনো মৃত ভাষার পুনরুজ্জীবিত হওয়ার একমাত্র সফল উদাহরণ।