সঠিক উত্তর হচ্ছে: অধ্যাপক মোস্তফা মুনির
ব্যাখ্যা: বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার রচিত শ্রেষ্ঠ ৭৮টি কবিতা এবং ১৯টি গীতি বাছাই করে সংকলন করেন \"সঞ্চিতা\"। সম্প্রতি এটি ইংরেজিতে অনূদিত হয়ে যুক্তরাষ্ট্রে প্রকাশিত হয়। এর অনুবাদক টেক্সাসের হিউস্টন প্রবাসী বাংলাদেশি লেখক -অধ্যাপক মোস্তফা মুনির।