নিচের অপশন গুলা দেখুন
- প্রধানমন্ত্রীর দপ্তর
- অর্থ মন্ত্রণালয়
- পরিকল্পনা কমিশন
- জাতীয় অর্থনৈতিক কাউন্সিল
\'জাতীয় অর্থনৈতিক কাউন্সিলে\' ২০১৫ সালের ২০ অক্টোবর দেশের সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০১৫/১৬-২০১৯/২০) অনুমোদন করা হয়।
এই পরিকল্পনার সময় মৌল দুটি লক্ষ্য হিসেবে ১. প্রবৃদ্ধি বাড়ানো এবং ২. নাগরিকদের ক্ষমতায়ন পরিকল্পনা দলিলের শিরোনামের সঙ্গে উল্লিখিত হয়।
এই পরিকল্পনার ভিত হিসেবে দেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার অবতরণিকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনা সকলের জন্য অমর প্রণোদনাময়ী বাণী হিসেবে উল্লিখিত হয়েছে।
অন্যদিকে, \'পরিকল্পনা কমিশন\' পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রনয়ন করে। বর্তমানে দেশে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার আওতাধীন উন্নয়ন কর্মকান্ড চলছে। ২০১৬-২০২০ সাল পর্যন্ত এই সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ।
সূত্রঃ পরিকল্পনা কমিশন ওয়েবসাইট ও দৈনিক জনকন্ঠ আর্কাইভ।