সঠিক উত্তর হচ্ছে: নীল কমিশন
ব্যাখ্যা: ১৮৫০ এর দশকের শেষ ভাগে নদীয়া ও যশোরাঞ্চলে নীল চাষীদের দ্বারা নীল বিদ্রোহের সূত্রপাত হয়। এরপর তা নীল চাষের অধীন অন্যান্য এলাকায়ও ছড়িয়ে পড়ে। ব্রিটিশ সরকার নীল সমস্যা সমাধানে ১৮৬০ সালের ৩১ মার্চ ডব্লিউ এস সিটনকারের নেতৃত্বে পাঁচ সদস্যের নীল কমিশন গঠন করে। এই কমিশন ১৩৪ জনের জবানবন্দির ভিত্তিতে তাদের রিপোর্ট পেশ করে। রিপোর্টে নীলকরদের অত্যাচারের বিষয়টি স্বীকার করা হলেও এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়ে কিছু বলা হয়নি। সরকার আইনের মাধ্যমে নীল চাষ কৃষকদের ইচ্ছাধীন করলে নীল বিদ্রোহ প্রশমিত হয়। কৃত্রিম নীল আবিষ্কৃত হলে ১৮৯২ সালে বাংলা থেকে নীল চাষ পুরোপুরি বন্ধ হয়ে যায়। (সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া)