নিচের অপশন গুলা দেখুন
- 16
- 20
- 12
- 24
১৬ জন বালক ১ দিনে করতে পারে ১৬/(৩২ X ২৪) = ১/৪৮ অংশ
১৬ জন বালিকা ১ দিনে করতে পারে ১৬/(২৪ X ১৬) = ১/২৪ অংশ
তাহলে, ১৬ জন বালক ও ১৬ জন বালিকা একত্রে ১ দিনে করে = ১/৪৮ + ১/২৪ = ১/১৬ অংশ
তারা ১২ দিনে করবে, ১২/১৬ = ৩/৪ অংশ।
পরের ২ দিনে করবে ১/৮ অংশ।
বাকী থাকল, ১/৮ অংশ।
১/২৪ অংশ ১ দিনে করে ১৬ জন বালিকা
১ অংশ ১ দিনে করবে (১৬ X ২৪) জন বালিকা
১/৮ অংশ ২ দিনে করবে (১৬ X ২৪)/১৬ জন বালিকা
= ২৪ জন বালিকা
তাহলে, ২৪ জন নতুন বালিকা লাগবে।