নিচের অপশন গুলা দেখুন
- ম
- ল
- র
- ড়
যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা দন্তমূল স্পর্শ করে এবং ফুসফুস থেকে আসা বাতাস জিভের দুই পাশ দিয়ে বেরিয়ে যায়, তাকে পার্শ্বিক ব্যঞ্জন বলে।
লাল শব্দে ল পার্শ্বিক ব্যঞ্জনের উদাহরণ।
\'ড়\' তাড়িত ব্যঞ্জনের উদাহরণ।
\'র\' কম্পিত ব্যঞ্জনের উদাহরণ।
\'ম\' নাসিক্য ব্যঞ্জনের উদাহরন।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।