সঠিক উত্তর হচ্ছে: ঘাস
ব্যাখ্যা: \n\n\n\n \n\n\n\n\nধান (বৈজ্ঞানিক নাম Oryza sativa, Oryza glaberrima ) Poaceae(পূর্বনাম: Graminae) গোত্রের দানাশস্যের উদ্ভিদ ।\nব্রায়োফাইটের Musci শ্রেনীর উদ্ভিদগুলো সাধারনত মস (Moss) নামে পরিচিত। এদের প্রধান বৈশিষ্ট্য হলো দেহ কান্ড ও পাতায় বিভক্ত; মূল নেই, কিন্তু মূলের পরিবর্তে রাইজয়েড রয়েছে। Bryum, Funaria, Semibarbula প্রভৃতি মস উদ্ভিদের উদাহরণ। পক্ষান্তরে ছত্রাক হচ্ছে ক্লোরফিলবিহিন এক ধরনের ইউক্যারিওটিক জীব। এদের দেহে সালোকসংশ্লেষণী বর্ণ কণিকা নেই। Saccharomyces, Penicillium, Agaricus প্রভৃতি শৈবালের উদাহরণ। আর শৈবাল হচ্ছে সালোকসংশ্লেষী সমাঙ্গদেহী উদ্ভিদ। এরা নিজেরা নিজেদের খাদ্য তৈরি করতে পারে। Spirogyra, Phaeophyta প্রভৃতি শৈবালের উদাহরণ।