সঠিক উত্তর হচ্ছে: লেডি অ্যাডা
ব্যাখ্যা: চার্লস ব্যাবেজের পরিকল্পিত এ্যানালাইটিক্যাল ইঞ্জিনের নক্সা প্রণয়নের ব্যাপারে তাঁকে সর্বোতভাবে সাহায্য করেন ঐ সময়ের আর একজন খ্যাতনামা গণিতবিদ, বিখ্যাত ইংরেজ কবি লর্ড বায়রনের কন্যা, লেডি এডা (Lady Augusta Lovelace)। তাঁকেই বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার হিসেবে উল্লেখ করা হয়। তাঁর সম্মানের জন্য ১৯৮০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি আধুনিক কম্পিউটার প্রোগ্রামিং ল্যাংগুয়েজের নাম প্রদান করে এডা (Ada)।