সঠিক উত্তর হচ্ছে: বিমর্ষ, মুমূর্ষু, সংঘর্ষ
ব্যাখ্যা: উপরিউক্ত অপনশনগুলোর কোনো বাবান ত্রয়ীই শুদ্ধ নয়। শুদ্ধ বানান হচ্ছে - বিমর্ষ, মুমূর্ষূ, সংঘর্ষ, সত্ত্বেও, সাত্ত্বিক, সত্তা; বিঘুর্ণন, বিঘোষণ, বিমর্দন, বিমর্দন; জায়মান জাম্বুবান, ভ্রাম্যমাণ। [তথ্যসূত্রঃ আধুনিক বাংলা অভিধান ]