নিচের অপশন গুলা দেখুন
- নঞ্ তৎপুরুষ সমাস
- নিপাতনে সিদ্ধ বহুব্রীহি
- অব্যয়ীভাব
- প্রত্যয়ান্ত বহুব্রীহি
পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে অব্যয়ীভাব সমাস বলে।
- অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয়।
যেমন:
- জানু পর্যন্ত লম্বিত (\'পর্যন্ত\' শব্দের অব্যয় \'আ\')= আজানুলম্বিত (বাহু),
- মরণ পর্যন্ত= আমরণ।
- নির্বিঘ্ন = বিঘ্নের অভাব।
- নিরামিষ = আমিষের অভাব।
- গরমিল = মিলের অভাব
উৎসঃ ভাষা - শিক্ষা, হায়াৎ মামুদ ও বাংলা ভাষার ব্যাকরণ (নবম - দশম শ্রেণি)।