সঠিক উত্তর হচ্ছে: ম্যাককরনী
ব্যাখ্যা: সুশাসন সম্পর্কে সংজ্ঞাসমূহ_______________\r\n\r\n ? সুশাসন বলতে রাষ্ট্রের সঙ্গে সুশীল সমাজের, সরকারের সঙ্গে শাসিত জনগণের, শাসকের সঙ্গে শাসিত সম্পর্ক- ম্যাককরনী বলেছেন।\r\n\r\n\r\n ? World Bank এর মতে, Good governance is a manner in which power is exercised in the management of a country’s economic and social reasons for development. (সার্বিক উন্নয়নের লক্ষ্যে একটি দেশের সামাজিক এবং অর্থনৈতিক সম্পদের ব্যবস্থাপনার জন্য ক্ষমতা প্রয়োগের পদ্ধতিই হলো সুশাসন) \r\n\r\n\r\n ? কফি আনান এর মতে, সুশাসন মানবাধিকার ও আইনের শাসনকে নিশ্চিত করে, জনপ্রশাসনে দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করার মাধ্যমে গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করে। \r\n\r\n\r\n ? ম্যাককরনী এর মতে, ‘সুশাসন বলতে রাষ্ট্রের সঙ্গে সুশীল সমাজের, সরকারের সঙ্গে শাসিত জনগণের, শাসকের সঙ্গে শাসিতের সম্পর্ক বোঝায়’\r\n\r\n\r\n ? UNDP এর মতে, একটি দেশের সার্বিক স্তরের কার্যাবলি পরিচালনার জন্য অর্থনৈতিক, রাজনৈতিক এবং প্রশাসনিক কর্তৃত্বের চর্চার বা প্রয়োগের পদ্ধতিই হলো সুশাসন।\r\n\r\n\r\n ? প্লেটো এর মতে, শাসক যদি ন্যায়বান হয় তাহলে আইন অনাবশ্যক, আর শাসক যদি দুর্নীতিপরায়ণ হয় তাহলে আইন নিরর্থক।’ \r\n\r\n\r\n ? মিশেল ক্যামডেসাস এর মতে, রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন অত্যাবশ্যক।