সঠিক উত্তর হচ্ছে: ১৫০০
ব্যাখ্যা: ধরি, মোট টাকার পরিমাণ x\n\nআনুপাতিক রাশিগুলোর যোগফল = 2 + 3 + 7 = 12\n\nসাইফের অংশ = x এর 2/12\n\n = x/6\n\nডা. নাজমার অংশ = x এর 3/12\n\n = x/4\n\nশাকিলের অংশ = x এর 7/12\n\n = 7x/12\n\nপ্রশ্নমতে, 7x/12 - ( x/6 + x/4) = 1500\n\n=> 7x/12 - 5x/12 = 1500\n\n=> 2x/12 = 1500\n\n=> x/6 = 1500\n\n=> x = 9000\n\nমোট টাকার পরিমাণ 9000 টাকা৷\n\nসাইফের অংশ = x/6 = 9000/6 = 1500 টাকা (উওর)\n\nডা. নাজমার অংশ = x/4 = 9000/4 = 2250 টাকা\n\nশাকিলের অংশ = 7x/12 = 7*9000/12 = 5250 টাকা\n\n1500+2250+5250 = 9000 টাকা।\n\nসঠিক উওর হবে ১৫০০ টাকা।