সঠিক উত্তর হচ্ছে: তৎপুরুষ
ব্যাখ্যা: ? চতুর্থী তৎপুরুষ সমাস\n? পূর্বপদে চতুর্থী বিভক্তি (কে, জন্য, নিমিত্ত ইত্যাদি) লোপে যে সমাস হয়, তাকে চতুর্থী তৎপুরুষ সমাস বলে। যথা-
\n ? গুরুকে ভক্তি = গুরুভক্তি
\n ? ডাকের জন্য মাশুল = ডাকমাশুল
\n ? আরামের জন্য কেদারা= আরামকেদারা
\n ? বসতের নিমিত্ত বাড়ি = বসতবাড়ি
\n ? বিয়ের জন্য পাগলা = বিয়েপাগল
\n ? তপের নিমিত্ত বন = তপোবন
\n ? হজ্বের জন্য যাত্রা = হজ্বযাত্রা [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ১০]
\n ? দেবকে দত্ত = দেবদত্ত [পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ; ১৯]
\n ? মরেছে জন্য কান্না = মরাকান্না
\n ? শিশুদের জন্য বিভাগ = শিশুবিভাগ
\n ? সন্ধ্যার নিমিত্তে প্রদীপ = সন্ধ্যাপ্রদীপ
\nএরূপ- মালগুদাম, ছাত্রাবাস, চোষকাগজ, শিশুমঙ্গল, মুসাফিরখানা, রান্নাঘর, মাপকাঠি, বালিকা-বিদ্যালয়, পাগলাগারদ ইত্যাদি।