সঠিক উত্তর হচ্ছে: জটিল বাক্য
ব্যাখ্যা: যে বাক্যে একটি প্রধান খন্ডবাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষ ভাবে ব্যবহৃত হয় তাকে মিশ্র বা জটিল বাক্য বলে । যেমনঃ যে পরিশ্রম করে, সে-ই সুখ লাভ করে ; সে যে অপরাধ করেছে, তা মুখ দেখেই বুঝেছি, যদি বৃষ্টি হয়, তবে বের হব না ইত্যাদি । [তথ্যসুত্রঃ বাংলা ভাষার ব্যকরণ - নবম দশম শ্রেনী - পৃষ্ঠা নং ১৫০]