নিখিলবঙ্গ রবীন্দ্রসাহিত্য সম্মেলনে ১৯৫২ সালে পরিবর্ধিত সিগনেট সংস্করণ “বনলতা সেন” কাব্যগ্রন্থটি বাংলা ১৩৫৯ সনের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ বিবেচনায় পুরস্কৃত হয়। (খ) তাঁর মৃত্যুর পরে ১৯৫৫ সালের ফেব্রুয়ারি মাসে “জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা” (১৯৫৪) “সাহিত্য একাডেমী” পুরষ্কার লাভ করে।